নাম্বার দিয়ে নতুন ভোটার আইডি কার্ড চেক করুন? New NID Card Online Check?

ভূমিকা?

প্রিয় পাঠক বন্ধুরা, আমাদের মধ্যে বিভিন্ন প্রয়োজনে অনেকেই আছে যারা কিনা মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বা অনলাইন থেকে, mobile number diye nid check কিংবা NID card check online করে থাকি। সে ক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি যেমন অনেকেই সরাসরি তাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে।
নাম্বার দিয়ে নতুন ভোটার আইডি কার্ড চেক করুন? New NID Card Online Check

বিষয়টা জানার পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে আরও জানব এছাড়াও এন আই ডি কার্ড বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়াস পাবো ইনশাল্লাহ, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আলোচনার দিকে যাওয়া যাক।

ভোটার আইডি কার্ড চেক করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে NID নম্বর, জন্ম তারিখ, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। NID Wallet অ্যাপ দিয়ে Face Verification সম্পন্ন করুন?

আবার অনেকেই আছেন যারা কিনা মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম সম্পর্কে জানতে চান কিংবা কিভাবে ডাউনলোড করবে এটাও জানতে চান। আদৌ কি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র অনলাইন থেকে চেক করা কিংবা ডাউনলোড করা সম্ভব।

এই বিষয়টা জানার পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে এটাও জানব তাছাড়া এই রিলেটেড কিংবা এন আই ডি রিলেটেড আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর তুলে ধরব ইনশাল্লাহ আজকের এই নিবন্ধতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ আলোচনার দিকে যাওয়া যাক।

আরম্ভ?

বর্তমান সময়ে ভোটার আইডি কার্ড অত্যন্ত প্রয়োজন যেকোনো কাজ করতে হলে প্রথমে আমাদের জাতীয় পরিচয় পত্র দরকার পড়ে। কোন চাকরির ক্ষেত্রে ব্যাংকের একাউন্ট করতে এবং কোন ভিসা করতে সব ক্ষেত্রেই, আমাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দেওয়ার প্রয়োজন পড়ে। সবারই প্রাপ্তবয়স্ক হলে জাতীয় পরিচয় পত্র করা দরকার।

অনেকেরই জাতীয় পরিচয় পত্র নতুন করে করছে কিন্তু এখনো বের করতে পারে নাই তারা অনলাইনে খোঁজাখুঁজি করে থাকে। কিভাবে মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যেভাবে পাবেন পড়তে থাকুন,বোঝতে পারবেন।

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যেভাবে পাবেন, আমরাএই পোষ্টের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের নাম্বার বের করার নতুন নিয়ম জানবো। আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র দরকার হবে। বাংলাদেশের একজন নাগরিক হতে হলে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

সরকারি সেবার মাধ্যমে আমরা অনেকেই নতুন জাতীয় পরিচয় পত্র আবেদন করে থাকি অনেক সময় আমাদের কোন ভুলের কারণে জাতীয় পরিচয় পত্র হারিয়ে যায়। ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করা, ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক। তারপর জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান এবং জাতীয় পরিচয় পত্র কিভাবে ডাউনলোড করবেন, সে সমস্ত তথ্য আপনাদেরকে এই পোষ্টের মাধ্যমে জানাবো।

অনেকেই নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র করে কিন্তু জাতীয় পরিচয় পত্র করার পর কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। সে পদ্ধতি জানেনা আবার অনেকেই মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার পদ্ধতি জানতে চায়। কারণ জাতীয় পরিচয় পত্র করার সময়, আমাদের একটি নিজস্ব মোবাইল নাম্বার ব্যবহার করতে হয়।

মোবাইল নাম্বারের মাধ্যমে গুগলে সার্চ করে জাতীয় পরিচয় পত্রটি বের করতে চায় আপনি যদি শুধু মোবাইল নাম্বারটা দিয়ে এনআইডি কার্ড বের করতে চান। তাহলে কখনোই সম্ভব না কারণ মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে কখনো আপনার এনআইডি কার্ড বের করতে পারবেন না। আবার অনেকেই জানতে চায় তার মোবাইল নাম্বারটি কোন আইডি কার্ড দিয়ে করা।

আপনি যদি এটা জানতে চান তাহলে অবশ্যই এটা বের করা সম্ভব আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের কাস্টমার কেয়ারে গেলেই। সাথে সাথে আপনার কোন আইডি কার্ড ব্যবহার করে এই সিমটি ক্রয় করা হয়েছিল, তারা সেই আইডি কার্ডের নাম ও নাম্বার বলে দিতে পারবে।

বিকল্প পদ্ধতিতে মোবাইল নাম্বার ব্যবহার করে এনআইডি কার্ডের তথ্য পাওয়া যায়,এ ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে। নির্বাচন কমিশন অফিসে এসএমএস পাঠাতে হবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তারা আপনাকে এনআইডি কার্ডের তথ্য, এবং নাম্বার এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে।

জাতীয় পরিচয় পত্র নাম্বার কি?

বাংলাদেশের নাগরিক হিসাবে যাদের বয়স ১৮বছর, তাদেরই জাতীয় পরিচয় পত্র আছে এটি ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র নামে পরিচিত। আপনারা দেখবেন এটির নিচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটি নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি।

ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করবো?

ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করবো

ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করবো জানুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য ‍services.nidw.gov.bd এই সাইটে ভিজিট করে NID নম্বর অথবা ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। এরপর ঠিকানা সিলেক্ট করে মোবাইল ও ফেইস ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, সবশেষে একাউন্টে লগইন করে আইডি কার্ড ডাউনলোড করুন।
  • প্রথমে Google Play Store থেকে NID Wallet অ্যাপটি ইনস্টল করুন
  • ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে
  • স্লিপ নম্বর হলে NIDFN লিখে Slip No লিখুন (NIDFN123456789) এবং NID নম্বর হলে NID নাম্বারটি লিখুন।
  • এরপর জন্ম তারিখ লিখুন
  • ক্যাপচা পূরণ করে সাবমিট করুন
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন
  • মোবাইল নাম্বার দিয়ে ’বার্তা পাঠান’ ক্লিক করুন এবং OTP দিয়ে OK করুন
  • ফেইস ভেরিফিকেশন QR কোড Scan করুন
  • ফেইস ভেরিফিকেশন করুন এবং NID একাউন্টের Password set করুন
  • লগইন করার পর ডাউনলোড লিংকে ক্লিক করে NID কার্ড ডাউনলোড করুন।

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র?

আপনি যদি এর আগে ভোটার আইডি কার্ড করিয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই অভিজ্ঞতা হয়েছে যে। নিবন্ধন করার সময় অবশ্যই আমাদেরকে একটা নিজস্ব নাম্বার প্রদান করতে হয় আর মোবাইল নাম্বার এবং স্লিপ নাম্বারটা দিয়ে। আমাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়।

নির্বাচন কমিশন ওয়েব সাইটে অ্যাকাউন্ট করার ফলে আমাদের বিভিন্ন সুবিধা হয় যেমন আমরা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারি। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে বাংলাদেশের নাগরিক সেটার পরিচয় বহন। করার অন্যতম অধ্যায় হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েব সাইটে একাউন্ট থাকা

ভোটার আইডি কার্ড চেক ভোটার আইডি কার্ড চেকিং | Nid card check?

ভোটার আইডি কার্ড চেক ভোটার আইডি কার্ড চেকিং | Nid card check?

আমরা অনেকেই মনে করে থাকি nid card check করা খুব কঠিন একটা কাজ আসলে তা নয়, বরং আপনি সিম্পল একটা প্রসেস কমপ্লিট করে। আপনার ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে জেনে নিতে পারবেন, আপনার আইডি কার্ড আসল না নকল এ বিষয়টি।

বলতে গেলেই বর্তমান সময়ে আপনার আইডি কার্ড অনলাইনে আছে কিনা কিংবা অন্য কারো আইডি কার্ড অনলাইনে আছে কিনা এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। এর একটা মূল বিষয় হচ্ছে আমাদের এই গুরুত্বপূর্ণ নথিটি যদি আসল না নকল এ বিষয়টা না জানি তাহলে চলবো কিভাবে।

সুতরাং আপনি যদি ভোটার আইডি কার্ড চেক এর মাধ্যমে জেনে নিতে চান আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কিংবা আপনার আইডি কার্ড সঠিক কিনা তাহলে নিবন্ধটা করুন। এখানেই বিস্তারিত দেওয়া আছে কিভাবে কি করতে হবে এবং কয় পদ্ধতিতে চেক করা যায় ইত্যাদি।

তবে একটা দুঃখের বিষয় হচ্ছে আপনি শুধুমাত্র মোবাইল নাম্বারটাই ব্যবহার করে কোনভাবেই জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন না অনলাইন থেকে কিংবা নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে। তবে এর আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি চাচ্ছেন শুধুমাত্র মোবাইল নাম্বারটি দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে? নাকি আপনার কাছে থাকা নাম্বারটি কোন আইডি কার্ড দিয়ে করা সেটা জানতে?

তবে একটা দুঃখের বিষয় হচ্ছে আপনি শুধুমাত্র মোবাইল নাম্বারটাই ব্যবহার করে কোনভাবেই জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন। না অনলাইন থেকে কিংবা নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে তবে এর আগে নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি কি চাচ্ছেন শুধুমাত্র মোবাইল নাম্বারটি দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে। নাকি আপনার কাছে থাকা নাম্বারটি কোন আইডি কার্ড দিয়ে করা সেটা জানতে?

যদি হয় যে প্রথমটা, অর্থাৎ শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র কালেক্ট করার প্রক্রিয়াটা অনলাইন থেকে সেটা পারবেন না। তবে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার ভিন্ন পদ্ধতি রয়েছে। তো আপনি যদি আপনার সিমটা কোন আইডি কার্ড দিয়ে করা সেটা জানতে চান তাহলে পারবেন।

সুতরাং আপনি যদি চান যে, আপনার মোবাইল নাম্বারটি কোন আইডি কার্ড দিয়ে করা তাহলে এখনই আপনার নিকটস্থ কোন একটা কাস্টমার কেয়ারে চলে যান। অবশ্যই আপনার যদি রবি সিম হয় তাহলে রবি কাস্টমার কেয়ার আর যদি গ্রামীন হয়, গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার ইত্যাদি।

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করার নিয়ম?

এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করার জন্য এসএমএস অপশনে গিয়ে প্রথমে SC <স্পেস> C <স্পেস> F <স্পেস> স্লিপ নাম্বার <স্পেস> D <স্পেস> 4 সংখ্যার জন্ম সাল <-> দুই সংখ্যার জন্ম তারিখ এবং সেন্ট করুন 105 নাম্বারে?

উদাহরণস্বরূপঃ SC F 87654321 2000-25 এর সেন্ড করুন 105 নাম্বারে। (ইনশাআল্লাহ উপরের প্রক্রিয়াটা অবলম্বন করার ৪৮ ঘণ্টার মধ্যে আপনার এনআইডি নাম্বারটা পেয়ে যাবেন)?

এখান থেকে সংগ্রহ করা আপনার এনআইডি কার্ড নাম্বার অথবা স্লিপ নাম্বারটি দিয়ে services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকে ক্লিক করে একটা একাউন্ট খুলে ফেলুন। এবং পরবর্তীতে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন কিংবা ডাউনলোড ইত্যাদি নিমিষেই করতে পারবেন?

নাম দিয়ে এন আইডি কার্ড বের করা যায় কি?

অবশ্যই না, অর্থাৎ আপনি শুধুমাত্র আপনার নামটা দিয়েই জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন না এবং ডাউনলোড করতে তো দূরের কথা। কেননা আপনার নামে বাংলাদেশে অনেক লোক রয়েছে যাদেরও একটা একটা আইডি কার্ড রয়েছে। সুতরাং যদি নাম দিয়ে আইডি কার্ড বের করা যেত তাহলে একসাথে অনেক জনের এটা চলে আসতো।

আপনারা যারা সদ্য ভোটার হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আইডি কার্ড পান নাই তারা চাইলে Nid card download করে নিতে পারবেন। তবে তার জন্য প্রয়োজন পড়বে NID slip আর আপনি যদি ভোটার আইডি কার্ড ডাউনলোড একাউন্ট করতে চান, ফেস ভেরিফিকেশনেরও প্রয়োজন পড়বে।

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে যা যা প্রয়োজন?

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে যা যা প্রয়োজন

জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রয়োজন পড়বে Voter slip number, জন্ম তারিখ, ঠিকানা, Nid wallet অ্যাপ দিয়ে ফেস ভেরিফিকেশন ইত্যাদি। তবে এগুলো ছাড়াও আপনার প্রাথমিকভাবে মোবাইল/ল্যাপটপ কিংবা পিসি প্রয়োজন?

তবে New nid card download bangladesh এর জন্য বিশেষত ফেস ভেরিফিকেশন এর প্রয়োজন, আর যারা পুরাতন এন আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন। তাদের ক্ষেত্রে আগে যদি একাউন্ট করা থাকে Services nidw govbd এই ওয়েবসাইটে। তাহলে আশা করি ফেস ভেরিফিকেশন এর প্রয়োজন পড়বে না?
  • Nid Application Slip Number
  • জন্মতারিখ (Date Of Birth)
  • NID wallet App
  • ঠিকানা (স্থায়ী এবং বর্তমান)
  • সচ্ছল মোবাইল নাম্বার (OTP verification)
  • স্মার্ট ফোন/ল্যাপটপ/কম্পিউটার
  • ইন্টারনেট কানেকশন (ওয়াইফাই অথবা মোবাইল নেটওয়ার্ক)
মূলত আজকের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা করার জন্য উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলো কালেক্ট করে রাখতে হবে। তারপরে আপনাকে নিচে যে স্টেপ গুলো শেয়ার করেছি সেগুলো ফলো করে, কাজটা কমপ্লিট করতে হবে।

পোস্ট ট্যাগ?

পরিশেষে আমরা বলতে পারি যে,পুরো বিষয়টি আসলেই একদম সহজ আপনাদের সুবিধার জন্য বলি আপনার কাছে যদি। আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা স্লিপ নাম্বার কিংবা টোকেন নাম্বার থাকে তবেই শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে। ভোটার আইডি কার্ড বের করা সম্ভব অতএব, মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যেভাবে পাবেন, তা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন।

লেখকের মন্তব্য?

লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই, Comments করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিলাম হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি রবিউল ইসলাম আসসালামু আলাইকুম।
আল্লাহু সর্বশক্তিমান

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url