ChatGPT - চ্যাটজিপিটি আসলে কী? যেভাবে কাজ করে?
ভূমিকা?
প্রতিনিয়তই আসছে নিত্য নতুন প্রযুক্তি তবে কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দাপট দেখাচ্ছে। বর্তমানে ওপেন এআই এর দুনিয়ায় সবচেয়ে আধুনিকতম সংযোজন হচ্ছে চ্যাটজিপিটি।
মূলত চ্যাটজিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল। এর আগে ওপেন এআই ক্ষেত্রে সাড়া ফেলেছিলো ডল-ডি। এটি ছিল একটি ওপেন এআই ইমেজ জেনারেটর যা টেক্সট থেকে ছবি তৈরি করতে সাহায্য করত। আজকে এ আমার এই আর্টিকালের মাধ্যমে আপনারা জানতে পারবেন চ্যাট জিপি আসলে কি যেভাবে কাজ করে।
কিন্তু কী এই চ্যাট জিপিটি? এই প্রযুক্তি নিয়ে সবাই এত উদ্দীপিত কেন? চলুন কিছু তথ্য জেনে নেওয়া যাক।
চ্যাটজিপিটি কী?
চ্যাটজিপিটি হলো একটি চ্যাট বট, যা আমরা মাঝে মধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখে থাকি। তবে এটির গঠন এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা, এই চ্যাটবট তৈরি করা হয়েছে জেনারেটিভ প্রিট্রেইনড ট্রান্সফরমার ৩ এর উপর ভিত্তি করে।
এটি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ এআই মডেল যা ওপেন এআই দ্বারা তৈরি হয়েছে, এই চ্যাটবট মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। ব্যবহারকারী যে কোনও প্রশ্নের উত্তর খুব গঠনমূলক এবং সহজ ভাবে প্রদর্শন করে এই চ্যাটবট।
যেসব সুবিধা থাকছে চ্যাটজিপিটির?
এআই মডেলের দ্বারা তৈরি চ্যাটবট সম্পূর্ণ নির্ভুল এবং যুক্তি-যুক্তভাবে রেজাল্ট প্রদর্শন করে, ফলে উক্ত ব্যবহারকারী বুঝতে সুবিধা হয়। এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অর্থাৎ বিজ্ঞাপন ছাড়াই কাজ করে এই চ্যাটবট। এই চ্যাটবট আপনার জন্য কবিতা লিখে দিতে পারে, আপনার পরীক্ষার প্রশ্নের উত্তর লিখে দিতে পারে, অর্থনীতি-রসায়ন থেকে শুরু করে একাধিক প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই চ্যাটবট।
যেভাবে কাজ করে চ্যাট জিপিটি?
ওপেনএআই চ্যাটবট ইন্টারনেটে উপলব্ধ টেক্সট ডাটাবেস থেকে তথ্য গ্রহণ করে কাজ করে ইন্টারনেটে থাকা ওয়েব পেজ। ওয়েব টেক্সট, বই, উইকিপিডিয়া, আর্টিকেল সহ বিভিন্ন সোর্স থেকে প্রায় ৫৭০ জিবির বেশি ডাটা সমৃদ্ধ এই চ্যাট জিপিটি। শুধু তাই নয় এই চ্যাট বটে রয়েছে ৩০০ বিলিয়ন শব্দের ভাণ্ডার পাশাপাশি এটি একটি বাক্যের পরবর্তী শব্দটি কী হওয়া উচিত, তা অনুমান করতেও সক্ষম।
আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করেন হোয়াট ইস ইনফ্লাশন? সে তার যথোপযুক্ত নির্ভুল উত্তর দেবে। কিন্তু এর মানে এই নয় যে এটি সঠিক ভাবে কাজ করতে পারে, উত্তরটি যদি কোনও কারণে ভুল হয় তাহলে পুনরায় নিযুক্ত থাকা। কর্মীরা প্রশ্নের সঠিক উত্তরটি সিস্টেমে ইনপুট করে দেয় ফলে চ্যাট জিপিটির জ্ঞানের ভাণ্ডার ক্রমশ বাড়তে থাকে। পরবর্তীকালে যেকোনো প্রশ্নের উত্তর আরও দ্রুত ও নির্ভুল দিতে পারে সে।
চ্যাটজিপিটির অসুবিধাও আছে?
কিছু সুবিধা থাকলেও চ্যাটজিপিটি নিয়ে এখনও নিশ্চিত নয় অনেকেই মূলত, এই চ্যাট বটে কেবল টেক্সট রেজাল্ট পাওয়া যায়। ভিডিও বা ভিজুয়াল রেজাল্ট আসে না শুধু এটা নয়, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা বা বিষয় সম্পর্কে এটি উত্তর দিতে সক্ষম নয়। কারণ এটির সিস্টেমে যে ডাটাবেস রয়েছে তা তুলনামূলক পুরোনো। তাছাড়া এটির সিস্টেমে যে ডাটাবেস রয়েছে সেই অনুযায়ী এটি উত্তর প্রদর্শন করে।
ChatGPT চ্যাটজিপিটি যা জানা দরকার?
চ্যাটজিপিটির জন্ম?
বিশ্বখ্যাত ফরচুন ম্যাগাজিনের ফেব্রুয়ারি-মার্চ সংখ্যার প্রচ্ছদ গল্প হতে যাচ্ছেন ওপেনএআই (OpenAI)-এর সিইও এবং সম্প্রতি টেক জগতে আলোড়ন জাগানো ব্যক্তি স্যাম অল্টম্যান (Sam Altman)। ওপেনএআই একটি আমেরিকান সংস্থা যার মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) গবেষণা ও বিকাশ।
সান ফ্রান্সিস্কোতে ২০১৫ সালে এলন মাস্ক (Elon Musk), স্যাম অল্টম্যান (Sam Altman) এবং পিটার থেইল (Peter Thiel)-এর মতো আরও অনেক এক্সপার্ট টেক উদ্যোক্তাদের মালিকানায় অলাভজনক এই প্রতিষ্ঠানের জন্ম।
২০২২ সালের ৩০ নভেম্বর কোম্পানি চ্যাটজিপিটি (ChatGPT) নামক একটি Natural Language Processing সফটওয়্যার Tool চালু করে। যেটি মূলত একটি Chatbot (কৃত্রিম আলাপচারিতা), যা চালু হওয়ার পর থেকেই ঝড় তৈরি হয়েছে টেক দুনিয়ায়।
চ্যাটবট সফটওয়্যারগুলোর ধারণা খুব নতুন নয় এই ধরনের সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে মানুষের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকে। যেখানে আগে থেকেই বিভিন্ন প্রশ্নের উত্তর ডাটাবেজে জমা থাকে এবং ব্যবহারকারীর প্রয়োজন মতো উত্তর বাছাই করে প্রতিক্রিয়া প্রদান করা হয়?
চ্যাটবট আর চ্যাটজিপিটির পার্থক্য?
অহরহ আমরা বিভিন্ন ফেসবুকঅ্যাপসগুলোয় এই ধরনের চ্যাটবট দেখতে পাই প্রশ্ন জাগতে পারে। একটি সাধারণ চ্যাটবটের সাথে এই আলোড়ন সৃষ্টিকারী চ্যাটজিপিটির পার্থক্য কোথায়?
চ্যাটজিপিটি হলো সুপারভাইজড মেশিন লার্নিং এবং রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং-এর এক চমৎকার বাস্তবায়ন, এর ডাটাবেজে প্রথমে অনেক বিষয়ের তথ্য সংযোজন করা হয়েছে।
সংক্ষেপে এর উত্তর দেওয়া যায় এভাবে শক্তিশালী মেশিন লার্নিং অ্যালগরিদম এবং বিশাল ডাটাবেজ। সহজভাবে মেশিন লার্নিং বলতে কম্পিউটারকে কোনো কিছু শেখানো বোঝায়। এই শেখানো পদ্ধতি যত ভালোভাবে হবে, মেশিনও তত চমৎকার উত্তর দেবে।
উদাহরণস্বরূপ, একটি শিশুকে যদি একটি কালো রঙের কলম কিংবা একটি পাকা আম প্রথমবার এবং একবারই দেখানো হয়। সে হয়তো পরে সেই কালো কলম কিংবা পাকা আমটি ভুলে যেতে পারে কিন্তু, যদি অনেক রকমের কালো কলম, এবং অনেক রকমের পাকা আম বারবার শিশুকে দেখানো হয়।
এবং সেগুলোর নাম শেখানো হয়, তাহলে খুব সহজেই কয়েকদিন পরে সে কলম এবং আম চিনতে পারবে। মেশিন লার্নিং-এর ক্ষেত্রে এই ধরনের শেখানোর ব্যবস্থাকে আমরা বলি সুপারভাইজড (Supervised) মেশিন লার্নিং।
চ্যাটজিপিটি চ্যাটজিপিটি হলো সুপারভাইজড মেশিন লার্নিং এবং রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং-এর এক চমৎকার বাস্তবায়ন। এর ডাটাবেজে প্রথমে অনেক বিষয়ের তথ্য সংযোজন করা হয়েছে তারপর অনবরত সেলফ লার্নিং। এবং রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং অ্যালগরিদমের সাহায্যে শেখানো হয়েছে এবং হচ্ছে প্রতিনিয়ত।
গুগল বনাম চ্যাটজিপিটি?
আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মানুষের আর খেটেখুটে কোনো আর্টিকেল তৈরি করার দিন শেষ, গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলো। যেখানে কেবলমাত্র ইন্টারনেটের বিভিন্ন স্থানের তথ্যগুলো খুঁজে আমাদের সামনে এনে দেয়। চ্যাটজিপিটি সেখানে আমাদের সামনে পুরোদমে কাঙ্ক্ষিত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট হাজির করে?
টেক বিশেষজ্ঞরা তাই আশঙ্কা করছেন আগামী দুই বছরের মধ্যেই হয়তো সার্চ ইঞ্জিনগুলো মানুষ আর ব্যবহার করবে না। প্রশ্ন আসতে পারে যে, চ্যাটজিপিটি যা তৈরি করে তা শতভাগ ঠিক কিংবা বিশ্বাস করা যায় কি না?
উত্তরে বলা যায় যেহেতু সফটওয়্যারটি ডাটাবেজ এবং তাকে কীভাবে শেখানো হচ্ছে সে সব
অ্যালগরিদমের উপর নির্ভরশীল, সেহেতু সবসময় সঠিক তথ্য আশা করাটা ঠিক নয়।
চ্যাটজিপিটির ভবিষ্যৎ?
ওপেনএআই নিজেরাই স্বীকার করেছে যে চ্যাটজিপিটি অনেকসময় অসত্য ও অসংবেদনশীল তথ্য দেয়। পৃথিবীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং গবেষক ইতিমধ্যেই এর ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, শিক্ষক হিসেবে আমি নিজেও একটু শঙ্কিত।
কারণ এর মাধ্যমে হয়তো খুব সহজে অ্যাসাইনমেন্ট তৈরিতে অসদুপায় অবলম্বন করা যাবে এর সমাধান হিসেবে। আমাদের একটু ভিন্ন পদ্ধতি চিন্তা করতে হবে অ্যাসাইনমেন্ট তৈরি এবং মূল্যায়নের ক্ষেত্রে? এটি ছাড়া আমি আর তেমন কোনো অসুবিধা দেখি না।
পানি যেমন আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়, আবার সেই পানিই হতে পারে ক্ষতির কারণ; নির্ভর করছে আমি কীভাবে পানি ব্যবহার করছি। সব মিলিয়ে বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পূর্ণ এক নতুন যুগে প্রবেশ করেছে পৃথিবী। এটি মানব সভ্যতার জন্য কতটুকু সুফল বয়ে আনবে সেটি সময়ই বলে দিবে।
চ্যাট জিপিটি কি চ্যাট জিপিটি কিভাবে কাজ করে?
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই প্রযুক্তির দুনিয়ায় এক অতুলনীয় আবিষ্কার প্রযুক্তি যেভাবে পরিবর্তন হচ্ছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিচ্ছে সেই ধারাবাহিকতায় ওপেন এআই।
চ্যাট জিপিটি কি?
চ্যাট জিপিটি হলো একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স চ্যাট বট চ্যাট জিপিটি তৈরি করার হয়েছে ওপেন এআই এর InstructGPT এর উপর ভিত্তি করে। অর্থাৎ এই চ্যাট বট কাজ করে ইন্সট্রাকশন পদ্ধতি ব্যবহার করে।
Chat Generative Pre-trained Transformer বা সংক্ষেপে ChatGPT একটি বিশাল ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট বট। বর্তমানে চ্যাট জিপিটির সংগ্রহে ৩৭০ জিবির থেকেও বেশি টেক্সট ডাটা আছে ইন্টারনেটে পাওয়া যায়? এমন লাখ লাখ আর্টিকেল, ই-বুক, উইকি ইত্যাদি থেকে ডাটা সংগ্রহ করে চ্যাট জিপিটি কে ট্রেইন করা হয়েছে। এর ফলে ওপেন এ আই এর ChatGPT অ্যাপ্লিকেশান মানুষের মত করে ভাষা বুঝতে এবং লিখতে পারে।
২০১৫ সালে স্যাম অল্টম্যান নামক একজন প্রযুক্তিবিদ ইলন মাস্কের সাথে OpenAI নামক একটি প্রতিষ্ঠান শুরু করে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সকে প্রান্তিক পর্যায়ে সবার জন্য ব্যবহার উপযোগী করে গড়ে তোলা।
কোম্পানিটি তাদের পরিকল্পনা মোতাবেক ছোট ছোট সাফল্যের মাধ্যমে এগুতে থাকে পরে ইলন মাস্ক ওপেন এআই প্রকল্প থেকে সরে দাঁড়ান। এই সুযোগে মাইক্রোসফট OpenAI প্রকল্পে বিনিয়োগ করা শুরু করে দেয়।
মাইক্রোসফটের বিশাল বিনিয়োগের ফলে ২০২২ সালের ২০ নভেম্বর ChatGPT নামে তাদের একটি চ্যাট বটের বেটা ভার্শন রিলিজ হয়। রিলিজ হওয়ার পর ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং ইউজার দের কাছে প্রোডাক্টটি সম্পর্কে ফিডব্যাক চাওয়া হয়।
প্রতি মাসে ১০০ মিলিয়ন এর থেকেও বেশি মানুষ চ্যাট জিপিটির ইউজ করে ২০২২ সালের শেষের দিকে রিলিজ হওয়া, কোন অ্যাপ্লিকেশন ১ বৎসরের মধ্যে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে।
চ্যাট জিপিটি কিভাবে কাজ করে?
বর্তমানে চ্যাট জিপিটি ইন্টারনেটের ধারা পরিবর্তন করে দিয়েছে পূর্বে যেখানে আমরা কোন তথ্য খুঁজে পেতে গুগলে সার্চ করতাম। বা কোন আর্টিকেল লিখিয়ে নিতে রাইটার নিয়োগ করতাম সেখানে ChatGPT দুটো কাজ খুব দ্রুত করে দিচ্ছে। ChatGPT 3.5 এর থেকে ভার্শন 4 অনেক উন্নত এবং পাওয়ারফুল।
চ্যাট জিপিটি Microsoft Azure এর সুপার কম্পিউটার অবকাঠামো ব্যবহার করে Nvidia এর বিশেষ একটি জিপিইউ। যা মাইক্রোসফট ওপেন এআই পরিচালনা করার জন্য তৈরি করেছে তা ChatGPT তে ব্যবহার করা হয়েছে? এই পুরো অবকাঠামো পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।
তো আমরা আগেই জেনেছি চ্যাট জিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বট অ্যাপ্লিকেশন বর্তমানে বিভিন্ন প্রকার আপডেট ও ভার্শন সংস্কার করার কারণে। এআই ইন্ডাস্ট্রিতে ওপেনএআই এই অ্যাপ নিয়ে রাজত্ব করছে।
চ্যাট জিপিটি ৩.৫ বর্তমান সময়ের সব থেকে শক্তিশালী ল্যাঙ্গুয়েজ প্রোসেসিং এআই মডেল যেখানে ১৭৫ বিলিয়ন প্যারামিটার আছে। এই ল্যাঙ্গুয়েজ প্যারামিটার ইউজ করে চ্যাটবটটি মানুষের মত করে ভাষা বুঝে তা প্রকাশ করতে পারে।
তো চ্যাট জিপিটি অন্যান্য চ্যাট বট এর মতই কাজ করে অর্থাৎ আপনি চ্যাট জিপিটি কে প্রশ্ন করবেন আর সে উত্তর দিবে। যাইহোক, এই অ্যাপ্লিকেশন ইউজ করা অনেক সহজ বর্তমানে এর ওয়েব ভার্শন বাদেও অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ আছে।
ChatGPT এর বর্তমানে একটি ফ্রি ভার্শন ChatGPT 3.5 এবং একটি পেইড ভার্শন ChatGPT 4 আছে। ভার্শন ৪ এ ভার্শন ৩.৫ এর থেকে কিছু উন্নত এবং প্রয়োজনীয় ফিচার অ্যাড করা হয়েছে। যাতে ChatGPT Plus ইউজার পেইড হিসেবে কিছু আলাদা ফিচার ইউজ করতে পারে।
চ্যাট জিপিটি দিয়ে কি কি তৈরি করা যায়?
চ্যাট জিপিটি দিয়ে টেক্সট আকারে অনেক কিছু করা যায় নিচে চ্যাট জিপিটি ব্যবহার করে কি কি করা যায়? সে সম্পর্কে ধারণা দেওয়া হলো। রচনা লেখা যায়ঃ কোন স্কুল প্রোজেক্টের জন্য রচনা লেখার প্রয়োজন পরলে এই বট ইউজ করে? সহজেই কাঙ্ক্ষিত রচনা তৈরি করা যায়?
১ কোড লেখা যায়ঃ বর্তমান সময়ে প্রোগ্রামিং অনেক জনপ্রিয় একটি পেশা এই পেশায় বিভিন্ন সময় এবং বিভিন্ন প্রয়োজনে কোড লেখার দরকার হয়। চ্যাট জিপিটি ইউজ করে শুধু ইন্সট্রাকশন দিয়ে আমরা কোড লিখিয়ে নিতে পারি? তাছাড়া কোডে কোনো ইরর থাকলে তা সংশোধন করে নিতে পারি।
2 অ্যাপ/ওয়েবসাইট তৈরি করা যায়ঃ অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করার জন্য ChatGPT ইউজ করার প্রবণতা দিন দিন বেড়েই চলছে। কারণ সঠিক ভাবে ইন্সট্রাকশন দিতে পারলে এবং ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপমেন্টে পর্যাপ্ত ধারণা থাকলে। এই টুল ইউজ করে অনেক সুন্দর অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
3 জীবন বৃত্তান্ত তৈরি করা যায়ঃ বিভিন্ন প্রয়োজন বিশেষ করে চাকরির জন্য আমাদের সিভি বা জীবন বৃত্তান্ত তৈরি করতে হয়। অনলাইনে অনেক টুল আগে থেকে থাকলেও চ্যাট জিপিটি ইউজ করে অনেক দৃষ্টিনন্দন সিভি তৈরি করা যায়? এতে সময় যেমন বাঁচে তেমনি জীবন বৃত্তান্তের মর্যাদা বৃদ্ধি পায়।
5 এক্সেল এর জন্য ফর্মুলা তৈরি করা যায়ঃ এক্সেল সিট এর বিভিন্ন ফর্মুলা এবং ফাংশন তৈরি করার জন্য এই টুল অনেক কার্যকরী।
6 বই এর সামারি লেখা যায়ঃ অনলাইনের কোন ই-বুক এর সামারি লেখার জন্য বা আপনার নিজের তৈরি বই এর সামারি জেনারেট করার জন্য ChatGPT একটি আদর্শ টুল।
7 আর্টিকেল লেখা যায়ঃ ২০২৩ সালের শুরুর দিকে চ্যাট জিপিটির পারদর্শিতার জন্য আর্টিকেল রাইটিং ইন্ডাস্ট্রিতে ধস নামে। যদিও এই টুল হিউম্যান রাইটিং এর মত লিখতে পারে না, তবে নতুন এবং বেসিক লেভেলের লেখকদের মত লিখতে পারে। অদূর ভবিষ্যতে এআই যে যে ইন্ডাস্ট্রির জায়গা দখল করবে তার মধ্যে কনটেন্ট রাইটিং অন্যতম।
8 চার্ট ও টেবিল তৈরি করা যায়ঃ আমাদের বিভিন্ন প্রয়োজনে চার্ট ও টেবিলের প্রয়োজন পরে ইউনিক আইডিয়া মাথায় না আসলে বা সময় কম থাকলে। চার্ট ও টেবিল তৈরি করার জন্য এই টুল ইউজ করা যায় ছোট ইন্সট্রাকশনের মাধ্যমে অনেক সুন্দর টেবিল। এবং চার্ট তৈরি করার বিষয়ে চ্যাট জিপিটি অন্যতম।
৯ কবিতা ও স্ক্রিপ্ট লেখা যায়ঃ কবিতা বা কোন মুভি, নাটক বা শর্টফিল্মের স্ক্রিপ্ট তৈরি করার জন্য ChatGPT ইউজ করা যায়। সঠিক ভাবে তথ্য প্রদান করতে পারলে এই টুল ইউজ করে অনেক উন্নতমানের স্ক্রিপ্ট তৈরি করা সম্ভব।
চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করবেন?
চ্যাট জিপিটির ব্যবহার করার জন্য দুটি পদ্ধতি প্রচলিত আছে সাধারণত ওয়েব ব্রাউজার অথবা অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ ইউজ করে। ChatGPT চ্যাট বট ইউজ করা যায় এই টুলের ফ্রি ভার্শন ৩.৫ এর থেকে ChatGPT Plus বা ভার্শন ৪ এ কিছু এক্সট্রা ফিচার আছে।
ফ্রি ভার্শনে একবার সার্চ এর সর্বোচ্চ ওয়ার্ড লিমিট হলো ৩০০০ ওয়ার্ড অন্যদিকে পেইড ভার্শনে ২৫০০০ পর্যন্ত ওয়ার্ড লিমিট? সচরাচর ফ্রি ভার্শনেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।
ফ্রি ভার্শনে একবার সার্চ এর সর্বোচ্চ ওয়ার্ড লিমিট হলো ৩০০০ ওয়ার্ড অন্যদিকে পেইড ভার্শনে ২৫০০০ পর্যন্ত ওয়ার্ড লিমিট, সচরাচর ফ্রি ভার্শনেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।
চ্যাট জিপিটি অ্যাপ কি কাজে ব্যবহৃত হয়?
ChatGPT হল OpenAI দ্বারা নির্মিত একটি চ্যাটবট অ্যাপ যা টেক্সট, ছবি এবং অডিও ইনপুট প্রক্রিয়া করতে পারে (আপনার ব্যবহৃত AI মডেলের উপর নির্ভর করে)। বাস্তবে, এর অর্থ হল এটি এই ধরনের কাজ করতে পারে? আপনার সাথে একটি ভয়েস বা টেক্সট-ভিত্তিক কথোপকথন রাখা, প্রায় যেকোনো বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়া।
ChatGPT কি জন্য ব্যবহৃত হয়?
ChatGPT একটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ (NLP) টুল যা প্রদত্ত প্রম্পট বা প্রসঙ্গের উপর ভিত্তি করে মানুষের মতো পাঠ্য তৈরি করতে পারে। এটি মূলত চ্যাটবটগুলির জন্য সামগ্রী তৈরি করার জন্য ব্যবহৃত হয়, যেমন স্বয়ংক্রিয় গ্রাহক পরিষেবা বা ব্যক্তিগত সহকারী।
চ্যাট gpt কি অফার করে?
চ্যাট জিপিটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ব্যবহারকারীর ইনপুটের উপর ভিত্তি করে রিয়েল-টাইমে মানুষের মতো প্রতিক্রিয়া তৈরি করার ক্ষমতা । এটি কথোপকথনের সুরে প্রশ্নের স্বাভাবিক উত্তর দিতে পারে এবং গল্প, প্রবন্ধ এবং কবিতা তৈরি করতে পারে।
Chatgpt কোন দেশ তৈরি করেছে?
২০২২ সালের নভেম্বরে ChatGPT-এর মুক্তি জেনারেটিভ AI-এর প্রতি ব্যাপক আগ্রহের অনুঘটক হিসেবে বিবেচিত হয়। OpenAI, Inc. সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র?
চ্যাটজিপিটির জনক কে?
প্রিন্সটন ইউনিভার্সিটির একজন সিনিয়র স্নাতক ছাত্র এডওয়ার্ড তিয়ান, চ্যাটজিপিটি নামে একটি প্রোগ্রাম তৈরি করেছেন। যেটি নির্ধারণ করে যে একটি পাঠ্য কতটা AI-উত্পাদিত হয়, এটি একাডেমিক চুরির বিরুদ্ধে লড়াই করার জন্য? একটি রচনা মানবিক কিনা তা সনাক্ত করতে ব্যবহার করা হয়।
ChatGPT-4 API এর দাম প্রতি ১০০০ প্রম্পট টোকেনের জন্য $০.০১২ এবং প্রতি ১০০০ কমপ্লিশন টোকেনের জন্য $০.০২৪ । ৫০০,০০০ কোয়েরি/মাস পরিচালনাকারী একটি মাঝারি আকারের অ্যাপের জন্য, API খরচ $৫,০০০ থেকে $১৫,০০০/মাস পর্যন্ত হতে পারে। অতিরিক্তভাবে, OpenAI $২০/মাসে একটি ChatGPT Plus প্ল্যান অফার করে, তবে এতে API অ্যাক্সেস অন্তর্ভুক্ত নয়।
চ্যাট জিপিটি 4 এর মালিক কে?
ChatGPT-এর মালিকানাধীন OpenAI, যে কোম্পানি এটি তৈরি এবং প্রকাশ করেছে, OpenAI হল AI গবেষণার জন্য নিবেদিত একটি কোম্পানি। এটি ২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসেবে শুরু হয়েছিল কিন্তু ২০১৯ সালে লাভজনক কোম্পানিতে রূপান্তরিত হয়। এর বর্তমান সিইও হলেন স্যাম অল্টম্যান , যিনি কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন।
Chatgpt এর ক্ষমতা কি?
ChatGPT তার জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমারের মাধ্যমে কাজ করে, যা ডেটা সিকোয়েন্সের মধ্যে প্যাটার্ন খুঁজে পেতে বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে। ChatGPT মূলত GPT-3 বৃহৎ ভাষা মডেল, একটি নিউরাল নেটওয়ার্ক মেশিন লার্নিং মডেল। এবং তৃতীয় প্রজন্মের জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমার ব্যবহার করত?
Chat gpt এর আবিষ্কারক কে?
ChatGPT তৈরি করেছে OpenAI, একটি AI গবেষণা সংস্থা এটি ২০১৫ সালে একটি অলাভজনক সংস্থা হিসেবে শুরু হয়েছিল কিন্তু ২০১৯ সালে লাভজনক হয়ে ওঠে। এর সিইও হলেন স্যাম অল্টম্যান, যিনি কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন। OpenAI ২০২২ সালের নভেম্বরে একটি বিনামূল্যের "গবেষণা প্রিভিউ" হিসেবে ChatGPT প্রকাশ করে।
চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
প্রিন্সটন ইউনিভার্সিটির একজন সিনিয়র স্নাতক ছাত্র এডওয়ার্ড তিয়ান, চ্যাটজিপিটি নামে একটি প্রোগ্রাম তৈরি করেছেন? যেটি নির্ধারণ করে যে একটি পাঠ্য কতটা AI-উত্পাদিত হয়। এটি একাডেমিক চুরির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি রচনা মানবিক কিনা তা সনাক্ত করতে ব্যবহার করা হয়।
Chatgpt কোন দেশ তৈরি করে?
২০২২ সালের নভেম্বরে ChatGPT-এর মুক্তি জেনারেটিভ AI-এর প্রতি ব্যাপক আগ্রহের অনুঘটক হিসেবে বিবেচিত হয়? OpenAI, Inc. সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
পোস্ট ট্যাগ?
তো আমরা যখন চ্যাট জিপিটি এর “Send a message” বক্সে কোন কিছু টাইপ করে সেন্ড করি তখন এই টুলটি উক্ত লেখাকে বিশ্লেষণ করে। বিশ্লেষণ করার জন্য পুরো সেন্টেন্সকে স্ট্রিং (String) আকারে ভেঙে নেয়। ওয়ার্ড গুলোকে তার ডাটাবেজে থাকা ১.৭৫ বিলিয়ন ডাটার উপর নির্ভর করে একটি অনুমান ভিত্তিক আউটপুট তৈরি করে? আমাদের সামনে প্রদর্শন করে।
লেখক এর মন্তব্য?
লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই Comments করে জানিয়ে দিবেন,সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিলাম? হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি রবিউল ইসলাম আসসালামু আলাইকুম। আল্লাহু সর্বশক্তিমান
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url