২০২৪ সালের ১০ ফ্যাশন ট্রেন্ড?
২০২৪ সালে ফ্যাশনের একদিকে যেমন প্রযুক্তি প্রভাব ফেলেছে, অন্যদিকে রেট্রো-ফ্যাশনের হাতছানিও আগ্রাহ্য করা যায়নি।
টেকসই ফ্যাশন কথাটা যেমন বারবার উচ্চারিত হয়েছে, তেমনি লাক্সারি, হাই ফ্যাশনও হয়েছে উদ্যাপিত। সব মিলিয়ে নতুন-পুরোনোর মিশেলে ২০২৪ সালের ফ্যাশন-ল্যান্ডস্কেপ ছিল রঙিন, বৈচিত্র্যময়।
একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক ২০২৪ সালের ১০ ফ্যাশন ট্রেন্ডে।
১। বোহো ফ্যাশন?
মহামারিকালের পর থেকেই একটু একটু করে ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তুলে বোহো ফ্যাশন। এই মুহূর্তে পশ্চিমা মূলধারার ফ্যাশনও বোহো ফ্যাশন দ্বারা অনুপ্রাণিত।
অন্যদিকে ভারতীয় উপমহাদেশীয় ফ্যাশনের একটা বড় অংশ বিশেষ করে উৎসবের ফ্যাশনে আগে থেকে স্থায়ী আসন রয়েছে বোহো ফ্যাশনের। আর ট্রাভেল ফ্যাশন তো মূলত বোহো ফ্যাশনই।
বোহো ফ্যাশনকে কীভাবে করপোরেট ফ্যাশনে নিয়ে যাওয়া যায়, তাই নিয়ে চলেছে নানা নিরীক্ষা। উজ্জ্বল রং, কুচি, ট্যাসেল, পমপম, সুতা, বোতাম, পুঁতি, সি-শেলস, জামা থেকে বের হওয়া সুতা।
তন্তু বা দড়ি, প্রাকৃতিক ফেব্রিক, প্যাচওয়াক, উল ইত্যাদি বোহো ফ্যাশনের উপাদান।
- ২। কো-অর্ডস?
স্টাইলিংয়ে এখন জনপ্রিয় মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম স্টাইল সেমিফরমাল বা ক্যাজুয়াল লুকের জন্য কো-অর্ডসের তুলনা নেই।
কো-অর্ডস মূলত একরঙা বা একই ফেব্রিকের টু পিস সেট। ব্লাউজ আর স্কার্ট, টপ আর প্যান্ট বা কামিজ আর সালোয়ার হিসেবে নানাভাবে স্টাইলিং করে পরা যায়।
- ৩। পোলো টি-শার্ট?
২০২৪–এ ফ্যাশন দুনিয়ায় অ্যাথলেজার ওয়্যারের জনপ্রিয়তা বেড়েছে এর ভেতর ট্রেন্ডে আছে পোলো টি-শার্ট। ফরমাল ওয়্যার অথচ ক্ল্যাসি, স্পোর্টি আর অভিজাত লুকের পোশাক হিসেবে নারী পুরুষ।
উভয়ের কাছেই পোলোর জনপ্রিয়তা বেড়েছে। শার্টের ওপরে, সোয়েটার বা কোটের নিচে পরা যায়।
- ৪। ধাতব ধারা?
পোশাকের রং হিসেবে ট্রেন্ডে যেমন মেটালিক রং উঠে এসেছে, আবার চকচকে মেটালিক ফেব্রিকেও তৈরি হচ্ছে গাউন। সোনালি আর রুপালি ধাতব পোশাক ২০২৪ সালের লালগালিচার ফ্যাশনের অন্যতম হাইলাইটস।
- ৫। কটেজকোর গাউন?
মহামারিকালে নারীদের ভেতর নতুন করে জনপ্রিয়তা পাওয়া, প্রকৃতির ভেতর বেড়ানোর পোশাক কটেজকোর, এখন বাংলাদেশেও জনপ্রিয়কটেজকোর ড্রেসে ফ্লোরাল প্যাটার্নের চলই বেশি।
- ৬। ট্রেন্ডে টেনিস কোর?
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ইউরোপে অ্যাথলেজার ওয়্যারের বিক্রি বেড়েছে ২৩ শতাংশ।
আর উত্তর আমেরিকায় ২৭ শতাংশ এর ভেতর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পোলো টি-শার্ট।
দ্বিতীয় অবস্থানে রয়েছে টেনিস-কোর ফ্যাশনের মিনিস্কার্ট। টেনিস মিনিস্কার্টের বিক্রি বেড়েছে হু হু করে।
৭। রেট্রো ফুটবল স্নিকার্স, লেদারের লোফার?
২০২৪–এর ফ্যাশনে রীতিমতো হিসাব ওলট–পালট করে দিয়েছে ফুটওয়্যারের বাজার। রেট্রো ফুটবল স্নিকার্সের বাজার বেড়েছে ২২৫ শতাংশ। বছরের প্রথম ৮ মাসে লেদারের লোফারের বিক্রি বেড়েছে ২৬ শতাংশ। কমেছে হিল জুতার জনপ্রিয়তা।
দশকের পর দশক ধরে ট্রেন্ডে রয়েছে জিনস ও ডেনিম এখন ‘ডেনিম অন ডেনিম’ও চলছে বেশ। তবে নীল, নীলচে সাদা পেরিয়ে ট্রেন্ডে এখন ধূসর ডেনিম।
- ৮। কুরুচে বোনা পোশাক?
নারীদের সমুদ্রভ্রমণের পোশাক হিসেবে কুরুচে বোনা টপ, ব্রালেট থেকে শুরু করে মিডি ড্রেস, গাউনের মতো বোহো ড্রেসিং এখন ট্রেন্ড।
- ৯। লেপার্ড প্রিন্ট?
প্রিন্টের দুনিয়ায় ২০২৪–এ ট্রেন্ডে আছে গ্রাফিক্যাল প্রিন্ট, ষাটের দশকের পলকা ডট আর অ্যানিমেল, প্রিন্ট অনিমেল প্রিন্টের ভেতর লেপার্ড প্রিন্টের চল এখন তুঙ্গে।
জুন মাস পর্যন্ত লেপার্ড প্রিন্টের ক্যাজুয়াল প্যান্টের বিক্রি বেড়েছে ৩১৮ শতাংশ। অন্যদিকে লেপার্ড প্রিন্টের টপের বিক্রি বেড়েছে ৮৯ শতাংশ।
২০২৪ সালের হ্যালোইন পোশাকের সেরা ট্রেন্ডগুলো?
আসছে ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ৫০তম হ্যালোইন প্যারেড। বরাবরের মতো এবারও হ্যালোইনের পোশাক নিয়ে বিশ্বব্যাপী ভক্তদের মাঝে বিরাজ করছে টান টান উত্তেজনা।
তবে এ বছরের হ্যালোইনের পোশাকে দেখা যাবে নতুন ফ্যাশন প্রবণতা বা ট্রেন্ড। এতে থাকবে ফিকশনাল ক্যারেক্টারগুলো থেকে শুরু করে বড় বড় পপস্টার থিম।
- দেখে নিন ২০২৪ সালের সেরা কয়েকটি হ্যালোইন পোশাক ট্রেন্ড?
বিটলজুস’র সিক্যুয়াল ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বিটলজুস বিটলজুস’র অন্যতম চরিত্র শ্রাঙ্কেন হেড ববের লুক এবারের হ্যালোইনের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
ছোট মাথা ও ওভারসাইজ হলুদ পোশাকের ভারসাম্যহীনতাই পরিণত হয়েছে একটি হ্যালোইন পোশাক ট্রেন্ডে।
- অস্ট্রেলিয়ান ব্রেক ড্যান্সার রেগুন?
২০২৪ সালের প্যারিস অলিম্পিকে আকর্ষণীয় নাচের মাধ্যমে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া, অস্ট্রেলিয়ান ব্রেকড্যান্সার রেগুনের পোশাকও এবারের হ্যালোইন পোশাক ট্রেন্ড।
এ বছরের হ্যালোইন পার্টিতে ব্রেকড্যান্সার রেগুনের মতো আপনিও প্রদর্শন করতে পারেন আপনার নাচের দক্ষতা।
- পপি প্লেটাইম ভিডিও গেইমের ক্যাটন্যাপ?
জনপ্রিয় এই ভিডিও গেইমবিরোধী চরিত্র ক্যাটন্যাপের লুকও এবারের হ্যালোইন পোশাক ট্রেন্ডের তালিকায় নাম লিখিয়েছে।
বেগুনি রঙের আভাস ও আইকনিক গ্রিনকে ক্যাপচার করার জন্য একটি ফেস পেইন্ট করলেই হয়ে যাবে এই লুক।
- বিটলজুস’র ডেলোরেস?
বিটলজুস’র আকর্ষণীয় এক চরিত্র ডেলোরেস হ্যালোইন ভক্তদের কাছে তার স্টাপল করা চেহারাই এবারের ট্রেন্ড হিসেবে আকর্ষণ কেড়েছে।
কালো রঙের পোশাকের সঙ্গে হালকা মেকআপ হতে পারে এবারের হ্যালোইনের জন্য সহজ একটি লুক।
- পমনি সিরিজের দ্য অ্যামেজিং ডিজিটাল সার্কাস?
অ্যামেজিং ডিজিটাল সার্কাস চরিত্রের বিশাল ক্লাউন পোশাকের লুক তার ফ্যাকাশে ত্বক, বড়। অভিব্যক্তিপূর্ণ, চোখ এই নিশ্চয়তা দেয় যে, এই বছর প্রিমিয়ার হ্যালোইন পোশাকগুলোর একটি এটি।
- ডক্টর ডুম?
মার্ভেল ইউনিভার্সের অন্যতম আইকনিক ভিলেন ডক্টর ডুম ডুম চরিত্রের নাটকীয় কেপ এবং ধাতব বিশদসহ বিচিত্র। লুকটি তার শক্তিশালী চরিত্রকে উপস্থাপন করার পাশাপাশি এবারের হ্যালোইনের লুকে আনবে নতুনত্ব।
- সাবরিনা কার্পেন্টার?
পপস্টার সাবরিনা কার্পেন্টার লাইভ স্টেজ এবং মিউজিক ভিডিও তে বরাবরের মতোই তার চটকদার। পোশাকের সঙ্গে মাতিয়েছেন পুরো ইন্টারনেট দুনিয়া। তার নিখুঁত মেকআপ এবং ভলিউমাইজড হেয়ার স্টাইলে নিজেকে সাজাতে পারেন এবারের হ্যালোইন লুককে।
- ডেডপুল অ্যান্ড ওলভারাইন’র লেডি ডেডপুল?
এই বছর ‘ডেডপুল অ্যান্ড ওলভারাইন’ মুক্তির পরপরই লেডি ডেডপুল চরিত্র হ্যালোইন পোশাকের জন্য একটি দুর্দান্ত ট্রেন্ড হিসেবে চিহ্নিত হয়েছে।
স্বর্ণকেশী চুল এবং পেছনে ব্লেডযুক্ত এই লুক আপনার হ্যালোইন উদযাপনকে করে তুলবে আরও বিচিত্র।
- ইনসাইড আউট টু’র অ্যাঙ্গার?
ইনসাইড আউট টু’ থেকে আরেকটি স্ট্যান্ডআউট চরিত্র, অ্যাঙ্গার, ২০২৪ সালের ট্রেন্ডিং হ্যালোইন পোশাকের তালিকাকে আরও বিচিত্র করেছে।
সাদা শার্ট, লাল টাই, বেল্ট ও লং ওয়ার্ক প্যান্ট এবং রাগী লুকের জন্য আপনার মাথার উপরে জ্বলন্ত আনুষাঙ্গিকটি পরতে ভুলবেন না।
- ফ্যাশনে এখন যে ৫টি ভিনটেজ ট্রেন্ড ফিরে আসছে?
ফ্যাশন ট্রেন্ড থেকে একবার যা চলে যায়, তা আবার কোনো না কোনো সময় ফিরে আসবেই। ২০২৪ সালেও তার ব্যতিক্রম হবে না। ফ্যাশন–বিশেষজ্ঞদের মতে, ‘ফিরে আসা’র লাইনে দাঁড়িয়ে আছে পাঁচটি ভিনটেজ ট্রেন্ড।
সবাই অধীর আগ্রহে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে আর ফ্যাশনপ্রেমীরা অপেক্ষা করছে নতুন ট্রেন্ডের। এখন কারও অজানা নয় যে ফ্যাশন ট্রেন্ড থেকে একবার যা চলে যায়, তা আবার কোনো না কোনো সময় ফিরে আসবেই।
গত কয়েক বছরের এমন অনেক পুরোনো জনপ্রিয় ট্রেন্ডকে ফিরে আসতে দেখা গেছে। ২০২৪ সালেও এর খুব একটা ব্যতিক্রম হবে না। ইতিমধ্যে ফ্যাশন–বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, ‘ফিরে আসা’র লাইনে দাঁড়িয়ে আছে পাঁচটি ভিনটেজ ট্রেন্ড।
- গ্রাঞ্জ ফ্যাশন?
জেন-জি ফ্যাশনিস্তাদের হাত ধরে ২০২৩ সালেই ফিরে এসেছে নব্বইয়ের দশকের বিখ্যাত গ্রাঞ্জ ফ্যাশন।
চলতি বছর প্যারিস ফ্যাশন উইকে জাপানি ফ্যাশন ব্র্যান্ড ফেসটাজম ‘কামিং অব এজ’ নামের একটি কালেকশন।
প্রদর্শন করেন, যেখানে ডিজাইনার হোরিমিচি ওচিআই গ্রাঞ্জ স্টাইলকে বিশেষভাবে সম্মান জানিয়েছেন।
এর মধ্য দিয়ে তিনি এই পাঙ্ক ট্রেন্ডকে আরও জোরালোভাবে ফিরিয়ে আনার ব্যাপারটিকে প্রতিষ্ঠা করেছেন এবং সফলও হয়েছেন।
ফ্যাশন সমালোচক থেকে শুরু করে ফ্যাশন–সচেতন তরুণ সবাই ফেসটাজমের বসন্ত বা গ্রীষ্মের সংগ্রহকে আপন করে নিয়েছে। তাই বলা যায়, ২০২৪ সালে গ্রাঞ্জ ফ্যাশন ট্রেন্ডে বেশি দেখা যাবে।
নব্বইয়ের দশকে নির্ভানা, পার্ল জ্যাম, সাউন্ডগার্ডেনের মতো রকব্যান্ডগুলো গ্রাঞ্জ স্টাইলকে ফ্যাশন ট্রেন্ডে জনপ্রিয় করেছিল। এই ট্রেন্ড অনুসরণ করতে চাইলে নিজের ওয়ার্ডরোবকে কিছু ফ্যাশন আইটেম দিয়ে সাজিয়ে তুলতে পারেন।
যেমন ফ্লানেল শার্ট, কমব্যাট বুটস, ব্যাগি জিনস, ডিস্ট্রেসড নিটওয়্যার, ওভাল সানগ্লাস, বিনি, গ্রাফিক বা স্লোগান টি-শার্ট ইত্যাদি।
লম্বা অপেরা গ্লাভস?
সেই ১৯ শতকে উচ্চবিত্তদের ফ্যাশনে গ্লাভস ছিল আভিজাত্যের প্রতীক বিংশ ও একবিংশ শতাব্দীতেও একই চিত্র দেখা যায়।
কোভিড মহামারির সময় সংগত কারণেই নতুন করে ট্রেন্ডে ফ্যাশনেবল গ্লাভস ফিরে এসেছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে এ ধারা আর তেমন কেউ অনুসরণ করেনি।
কিন্তু চলতি বছর অনেক রানওয়েতে মডেলদের লম্বা অপেরা গ্লাভস পরে হাঁটতে দেখা গেছে। এ ছাড়া বেশ কিছু হলিউড সেলিব্রেটি রেড কার্পেট লুকে গাউনের সঙ্গে অনুষঙ্গ হিসেবে এর দেখা পাওয়া যায়।
এখন থেকে ফ্যাশনিস্তারা বেশ ভালোভাবে এ ধারাকে গ্রহণ করতে শুরু করেছে। আর লম্বা অপেরা গ্লাভস এমন একটি অনুষঙ্গ, যা চাইলে ফরমাল, ক্যাজুয়াল, পাঙ্ক যেকোনো স্টাইলে মানিয়ে যায়।
- সোয়েটার ড্রেস?
নব্বইয়ের দশকের একটি ফ্যাশন স্ট্যাপল সোয়েটার ড্রেস শুধু উষ্ণতাই দেবে না, পাশাপাশি স্টাইলিশ লুক তৈরিতে সাহায্য করবে। ২০২৪ সালের শুরু ও শেষে শীতের মৌসুমে এই ট্রেন্ড বেশ ভালো চলবে বলেই ধারণা ফ্যাশন–বিশেষজ্ঞদের।
- রঙিন আইল্যাশ?
আমরা বেশ কয়েক বছর ট্রেন্ডে কালারড আইব্রো দেখেছি এবার সময় রঙিন আইল্যাশের। এবার প্যারিস ফ্যাশন উইকের রানওয়েতে অনেক ডিজাইনার (যেমন মিউসিয়া প্রাডা ও র্যাফ সাইমন্স) তাঁদের।
মডেলদের চোখ সাজিয়েছেন কালারফুল মাসকারা বা ফলস আইল্যাশ দিয়ে ইতিমধ্যে তরুণদের মধ্যে, বিশেষ করে যাঁরা। একটু সাহসী কোয়ার্কি সাজ পছন্দ করেন, তাঁরা এভাবে চোখ সাজানোর চল শুরু করে দিয়েছেন।
এর মানে নতুন বছরেও এ ধারা দেখা যাবে। উল্লেখ্য, কালারড আইল্যাশ ট্রেন্ড সবার প্রথমে দেখা যায় পঞ্চাশের দশকে। এরপর আর কখনো এ ধারা কেউ ফিরিয়ে আনেনি।
লেখকের মন্তব্য?
লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উপকৃত হয়ে থাকে অবশ্যই Comments করে জানিয়ে দিবেন।
সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিলাম হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি রবিউল ইসলাম আসসালামু আলাইকুম।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url